২০২১-২২ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গীনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই দিন (১৩ ও ১৪ আগস্ট) ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এর অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী।
প্রধান অতিথি তার বক্তব্যে পারিবারিক পুুুুুুষ্টির প্রতি জোর দিতে বলেন কৃৃৃৃষকদের আহবান জানান।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এদিকে একই দিন বিকেলে কালারুকা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান, পাট গম বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুলে উপস্থিত থেকে কৃষকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সিলেট অঞ্চলের কৃষির কর্ণধার দিলীপ কুমার অধিকারী।
প্রশিক্ষণের দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ এর উপপরিচালক ফরিদুল হাসান ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক কৃষক কৃষাণীকে প্রয়োজনীয় উপকরণ ও গাছের চারা বিতরন করা হয়।
Powered by Facebook Comments