০৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত চলমান কৃষি শুমারির কাজ ছাতক উপজেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিভিন্ন ইউনিয়নে দ্বায়িত্বরত জোনাল অফিসারগণ সুপারভাইজার ও গননাকারীর মধ্য চেক বিতরন করেন।
এর আগে ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আরিফ চৌধুরী, শাহ পারভেজ,সুহেব মাহমুদ, জহির উদ্দিন ও আকিক মিয়াসহ মোট পাঁচ জন জোনাল অফিসার ও তাদের অধীনে ৫৬ জন সুপারভাইজার ৩৩২ জন গননাকারী।
১৬ প্রশ্নের মাধ্যমে প্রায় ৪২ টি তথ্য সংগ্রহ করেন।
বৃহস্পতিবার সরজমীনে গিয়ে দেখা যায় খুরমা উত্তর, চরমহল্লা ও খুরমা দক্ষিন এর জোনাল অফিসার শাহ পারভেজ খুরমা উত্তরের চেয়ারম্যান বিল্লাল আহমেদ এর উপস্থিতে চেক বিতরন করেন।
জানতে চাইলে চেয়ারম্যান বিল্লাল আহমেদ বলেন, অত্যন্ত সুন্দর ও সুচারুরুপে আমাদের ইউনিয়নে কাজ সম্পন্ন হয়েছে। এজন্য জোনাল অফিসার ও তথ্য সংগ্রহকারীদের তিনি অভিনন্দন জানান।
Powered by Facebook Comments