যমের গাড়ি
ঝক ঝকাঝক ট্রেন চলেছে
রাতদুপুরে অই,
ট্রেনের বাড়ি জানো কোথায়?
হাসপাতালে, সই।
একটু জিরোয়, ফের ছুটে যায়
মাঠ পেরুলেই বন,
মুখোমুখি দুর্ঘটনায়
উঠবে কেঁপে মন।
এক পলকেই মরবে মানুষ
নেই জীবনের দাম,
কার কাছে যে দেবো বিচার
আছে চিঠি-খাম?
থামে বুঝি যমের গাড়ি
অমন কেশে খক?
আমার নিয়ে না আর ছুটুক
নেই তো ওঠার শখ।
ঝক ঝকাঝক ট্রেন না চলুক
রাতদুপুরে অই,
ট্রেনের বাড়ি জানো কোথায়?
হাসপাতালে, সই।
(দুর্ঘটনায় আক্রান্ত উদয়ন এক্সপ্রেসে ছিল এই শিশুটি। তার মা-বাবা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সম্ভব হলে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিন এবং বাচ্চাটির পরিবারের সন্ধান পেতে সহায়তা করুন। তথ্যসূত্র: বাংলাদেশ রেলওয়ে।)
Powered by Facebook Comments