১. বিশ্বকাপে বিশ্বকাঁপে
বিশ্বকাপে বিশ্বকাঁপে
এ কি আজব ভাইরে,
এ ছাড়া যে জাতির মুখে
অন্য কিছু নাইরে!
ভবিষ্যতের তরুণ সমাজ
নাচছে দেখি উন্মাদে,
তাদের সাথে বয়স্করাও
হরহামেশা লুল বাঁধে।
মাঠে খেলা হয় না যত
তার বেশি হয় চাপাতে,
নিজের দলই সেরা বলে
কন্ঠ পারে কাঁপাতে।
বিশ্বকাপের খেলা শেষে
সব পতাকায় ধরবে চিড়,
লাল সবুজের যেই পতাকা
থাকবে সদা উচ্চ শীর।
বিশ্বকাপের আমেজ ভুলে
সেই পতাকা আঁকিও
শত প্রেমের মাঝে বুকে
দেশের প্রেমটা রাখিও।
বিশ্বকাপের কাঁপাকাঁপি
যতই করো ঢাক-শো তে
সব উৎসবের মাঝেও থাকুক
স্বদেশ প্রেমের ডাক ওতে।
২. জিজ্ঞাসা
মফিজের প্রিয় আর্জেন্টিনা
আবুলের প্রিয় ব্রাজিল
কেউ জানে না কোথা থেকে
হচ্ছে এসব নাজিল?
নানান দলের পতাকায়
দেশ পড়েছে ঢাকা
আকাশ জুড়ে উড়ছে সেসব
একটুও নেই ফাঁকা।
ঝাপসা চোখে একটু দেখি
লাল সবুজের রেখা,
ভালোবাসায় ছেদ পড়েছে
যায় না ভালো দেখা!
তোমার ঘরে ছেঁড়া কাথা
মায়ের ছেড়া শাড়ি,
ভিন্ন দেশের পতাকায় যে
করছো বাড়াবাড়ি!
ওসব কি আর যায় রে মানা
ও মফিজের দল?
ভিনদেশীদের মায়া ভুলে
আপন তেজে জ্বল।
তোমার ঘাড়ে ঋনের বোঝা
যায় না সহা ভার
আকাশ সম লজ্জা তোমার
বইবে কত আর?
Powered by Facebook Comments