বাংলার মাটি সবচেয়ে সুন্দর এবং করুণ
আকাশ মলিন অন্ধকার প্রেত, যা কখনো কাম্য নয়
বারবার রক্তঝরা সাহস উদ্যমে
রাজনীতির মাঠ স্পন্দিত, ব্যথিত, লজ্জিত ও মর্মাহত।
কৃষকের পরিশ্রমে নিঃশব্দ শক্তির আয়না
বাংলাদেশ; মা ও মাটির সনদে আমাদের পরিচয়
রক্তের বেদনা শক্তির আকাশে নক্ষত্রের দীপ্র
অবাধে প্রোজ্জ্বল সাহস মুক্তির।
সূর্যগ্রন্থ বিকিরণে বাংলার কৃষক কোথায়?
শ্রম ও শক্তির উৎস মাটির সন্তান কেবল কৃষক।
অগ্নিবুক, ফসলের জলছাপ সে সৃষ্টি মজুত
কী করুণ মর্ম বেদনার লাঙল জোয়াল জমিনে
ঘরে অশ্রু বর্ষা, জলোচ্ছ্বাস জীবনের অবসাদ।
রাষ্ট্র ও কৃষক; সে ফারাক আমাদের বহুকাল থেকে
বহু বঞ্চনার গহ্বরে জ্বলছে কৃষক, আর মা-মাটির বুক।
১৩/৫/০০১৯
Powered by Facebook Comments