এলে তুমি ঝড়
ভয়ে কাঁপে অন্তর
কুঠি মোর নড়বড়!
অশ্রু ঝরঝর
হাড় মর্মর
কে রাখে খবর?
স্বপ্ন হয় কবর
ভাঙে বাসর
পেটে ক্ষুধার কামড়!
জীর্ণ কুঠির
জীবন স্থবির
অশ্রু টলমল জননীর!
চাটারী সমাজ
ধরে বেশ রাজ
মুখে জুটে স্বরাজ!
নেইকো তাদের ভয়-ঢর
শক্ত ইমারতে
বসত তেতালার ওপর!
বিলাসে কাটে বছর
কেউ রাখে না দুঃখীর নজর!
এলে তুমি প্রলয়ঙ্কর
ভয়ে কাঁপে অন্তর
সম্বল মোর ভেন্না পাতার ঘর!
উড়াও যদি চালা
বাড়বে মোর জ্বালা
দালাল করবে খেলা!
লুট করবে তারা রাজকোষ
তোমার ঘাড়ে পড়বে দোষ
ভোগে হবে তারা সন্তোষ!
এলে তুমি ঝড়
আমার ভাঙে পাঁজর
নেতার বাড়ে কদর!
করে তারা ছলচাতুরী
তাদের নাই ভয়ভীতি
যেন তারা
তোমার ছলে সুযোগ সন্ধানী!
আমি মরি ভয় অতি
থাকবো কোথায়?
উড়াও যদি মোর কুঠুরি!
রচনাঃ ২১/০৫/২০২০
Powered by Facebook Comments