যারা অপেক্ষাকৃত বেশি পলিউটেড এরিয়ায় আছেন, তারা স্ন্যাক প্ল্যান্ট গাছটা ঘরে এনে রাখেন।
সোজা কথায় বললে, এটা বাতাসের বিষাক্ত বিভিন্ন উপাদান শোষণ করে নেয়। তেমন কোনো যত্ন টত্ন নেয়া লাগবে না। যখন মনে পড়বে একটু পানি দিলেই চলবে।
যাদের বাসার পিছনে বা পাশে ময়লার ডোবা আছে, এই গাছের দুইটা চারা নিয়ে ডোবায় ফেলে দিন। ভাগ্য খুব খারাপ না হলে গাছগুলা বেঁচে যাবে এবং ডোবা থেকে যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে প্রতিনিয়ত, তার পরিমাণ কমাবে।
পরিবেশ ঠিক রাখতে এইটুকু তো করতেই পারেন। নাকি তাও সম্ভব না? খুব ব্যস্ত???
পুনশ্চঃ এই গাছ (স্ন্যাক প্ল্যান্ট) রাতেও অক্সিজেন দেয়, যেটা অন্য গাছগুলো সাধারণত দেয় না।
Powered by Facebook Comments