পেশাজীবী সংগঠন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ, খালিয়াজুরী উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান লোকমান হাকিম, উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান বুলবুল, নূর মোহাম্মাদ খলিল,টিএম মোশারফ সহ অন্যান্য অনেকেই।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, “উপসহকারী কৃষি কর্মকর্তাগন এখন ২য় শ্রেণীর কর্মকর্তা, এটা কৃষি বান্ধব সরকার এর নেত্রী শেখ হাসিনার অবদান। সারা বাংলাদেশ ব্যাপী ডিপ্লোমা কৃষিবিদদের বড় একটি সংগঠন আছে। প্রতিটি সংগঠনের একতায় থেকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে।উপসহকারী কৃষি কর্মকর্তাগন নিজেদের ডিপার্টমেন্ট এর দ্বায়িত্বের বাহিরেও প্রশাসনের অর্পিত দ্বায়িত্ব নিষ্ঠা ও গুরুত্বের সাথে পালন করে থাকেন।” তিনি উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন এবং উপজেলা চেয়ারম্যানের কাছে অফিস গুছাতে আসবাব ও অন্যান্য ডেকোরেশন ব্যয় বরাদ্দের জন্যে প্রস্তাব করেন।
উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম কিবরিয়া জব্বার বলেন “শেখ হাসিনার কৃষি বান্ধব সরকার কৃষিতে অনেক দূর এগিয়ে গেছে, আপনাদের মাধ্যমেই নতুন নতুন প্রযুক্তি কৃষকদের মাঝে পৌঁছে। আপনাদের পদ মর্যাদা বৃদ্ধি করে সেই দ্বায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।” তিনি আরো বলেন ইউএনও সাহেব প্রস্তাব করেছেন তা ফেরানোর নয়। আপনারা চাহিদা পত্র দেন সামনের মাসে তা পূরনের চেষ্টা করা হবে।ডিপ্লোমা কৃষিবিদদের যে কোন সমস্যায় পাশে থাকার আশাবাদ দিয়েছেন।
অফিস উদ্বোধনের প্রাক্কালে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরন করে নেয় উপজেলা ডিকেআইবি সভাপতি মামুনুর রশিদ লিয়ন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (রাসেল মাহবুব), সাংগঠনিক সম্পাদক জোবায়ের কায়সার,অর্থ সম্পাদক শহীদউল্লাহ,শাহান শাহ,আব্দুল আলীম,আব্দুল মোমেন, মোঃ সেলিম মিয়া,আবু সায়েম,আমিনুল ইসলাম, আরিফুল আলম, আল আমিন প্রমূখ ডিঃকৃষিবিদ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এ সময় ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ, খালিয়াজুরী উপজেলা শাখার পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এইচ এম আরিফুল ইসলাম মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় অফিস পেতে আন্তরিক সহযোগীতা করায়।
Powered by Facebook Comments