ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) এর জাতীয় কমিটির সভা ১৭ আগস্ট ২০২৪ (শনিবার) সকালে অনুষ্ঠিত হয়। ঢাকার শংকরস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলফাজ উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি এটিএম আবুল কাশেমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সারাদেশ থেকে আগত জাতীয় কমিটির নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে ডিকেআইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সভা শেষে ডিকেআইবি গঠনতন্ত্রের ১১.২ এর (খ) মোতাবেক ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক জিয়াউল হায়দার পলাশ, সদস্য সচিব সৈয়দ জাহিদ হোসেন। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. আবু বকর সিদ্দিক, আব্দুর রহমান, মো. রুহুল আমিন, শরীফ আব্দুল কাদের, তোফাজ্জল হোসেন, মীর মনিরুল হক, আবুল হোসেন, মো. শওকত ওসমান, এস টি আহমেদ।
উল্লেখ, ডিকেআইবি নির্বাচন সম্পন্ন করা ও দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ডিপ্লোমা কৃষিবিদ জাতির বিভিন্ন ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে আহ্বায়ক কমিটি।