এ. কে. আজাদ ফাহিম
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় কর্মরত উপসহকারী প্রশিক্ষক ডিপ্লোমা কৃষিবিদ রুহুল আমিনের মেয়ে আয়েশা তাসনীম Flying Officer (GD Pilot) হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছেন।
আয়েশা তাসনীমের ১৩ জন মেয়ে সহকর্মীর মধ্যে ৩ জন GD Pilot এ নির্বাচিত হয়, তার মধ্যে তিনিই প্রথম কমিশন প্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর ২০১৭ তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়েশা তাসনীমকে কমিশন ব্যাজ পরিয়ে দেন।
ডিপ্লোমা কৃষিবিদ রুহুল আমিন মেয়ে আয়েশা তাসনীমের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Powered by Facebook Comments