করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত এক কোটি মানুষ,
যেখানে মৃত্যুর সংখ্যা পাঁচলক্ষাধিক —-
হর্ষবেগে বেড়ে চলছে মৃত্যুর সংখ্যা,
প্রতি ন্যানো সেকেন্ডে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ।
এ পর্যন্ত যতজন আক্রান্ত হয়েছে; আর
যত জন মৃত্যু বরণ করেছে এরা সকলেই মানুষ,
অসহায় মানুষ।
এই পৃথিবীর আদি থেকে অবধি,
প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ,
চেঙ্গিসখান থেকে হিটলার,
ফ্লেগ থেকে কোভিড নাইনটিন
কেবল মানুষই মরেছে,
অসহায় সব মানুষ!
যারা যুদ্ধ করতে জানে না
যারা বোমা ছুঁড়তে জানে না
যারা আঘাত পেলে চিৎকার করতে জানে না —–
যারা দুঃখ পেলে গান গায় কবিতা লেখে…..
আজ এই মহামারী করোনার কাছে আমার মিনতি—–
তুমি আর একটি মানুষও মেরো না,
আমি আর কোন মানুষের মৃত্যু দেখতে চাই না!
যারা ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে
আমি তাদের মৃত্যু চাই
যারা সিরিয়ার তিন বছরের ছোট্ট শিশুর ওপর
বোমা ছুঁড়ে মারতে পারে—-
আমি তাদের মৃত্যু চাই!
যারা জাতের নামে বজ্জাতি করে বেড়ায়
আমি তাদের মৃত্যু চাই।
যারা শয়তানকে ধরার নামে
প্রতিনিয়ত শয়তানি করে বেড়ায়
আমি তাদের মৃত্যু চাই।
যারা ঈশ্বরকে বাঁচানোর নাম করে
প্রতিনিয়ত ঈশ্বরকে খুন করে
আমি তাদের মৃত্যু চাই।
যারা ব্যবসার নামে মানুষকে পণ্য করে,
উৎপাদনের নামে পৃথিবীকে ধ্বংস করে,
সৃষ্টির নামে বিনাশ করে,
স্বাধীনতার নামে পরাধীনতার শেকল পরায়
আমি তাদের মৃত্যু চাই।
আফসোস; পৃথিবীতে এদের কখনো মৃত্যু হয় না
পৃথিবীতে কেবল মানুষের মৃত্যু হয় —-
এক থেকে একশ, লক্ষ থেকে কোটি
কেবল মানুষই মরে, অসহায় মানুষ!
জন্ম থেকে আজ অবধি আমি যত মৃত্যু দেখেছি
তারা আমার ভাই
তারা আমার পিতা,
তারা আমার সদ্যজাত শিশু,
তারা আমার গর্ভধারিনী মা,
তারা আমার একমাত্র স্বজন।
আমি আমার সেই স্বজনদের মৃত্যুর বিনিময়ে
এই মহান করোনার কাছে আজ এই মুহূর্তে;
একটি মাত্র মৃত্যুর আবেদন করছি
যে মৃত্যু কোন মানুষের নয়
যে মৃত্যু পশুর, যে মৃত্যু জানোয়ারের।
Powered by Facebook Comments