পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি বারোমাস এপ্রতিপাদ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন দক্ষিণ সুরমার আয়োজনে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপসহকারী কৃষি অফিসার এ. কে. আজাদ ফাহিম ও শাহিদা সুলতানার যৌথ সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রাঙ্গণে এক র্যালী অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ৩০-৩১ জুলাই ও ১ আগস্ট তিন ব্যাপী উপজেলা প্রাঙ্গণে মেলা চলমান থাকবে।
Powered by Facebook Comments