জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (এনএটিপি) এর অর্থায়নে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের মন্দিরখলা গ্রামের কৃষক সৈয়দুর রহমানের বাড়িতে স্থাপিত ভার্মি কম্পোস্ট প্রকল্প পরিদর্শণে আসেন উপজেলার বিভিন্ন সিআইজি থেকে আগত কৃষকরা।
উক্ত এক্সপোজার ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার।
উপসহকারী কৃষি অফিসার বিপ্রেশ তালুকদারের সঞ্চালনায় ও মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোজাদ্দিন আহমদ, উপসহকারী কৃষি অফিসার ফারুক আহমদ, বিজিত কুমার আচার্য্য, পার্থ সারথী মালাকার, খালপাড় সিআইজির সভাপতি জিয়াউল ইসলাম, সহসভাপতি আব্দুল কাদির প্রমূখ।
সভার শুরুতে ভার্মি কম্পোষ্ট প্রকল্প নিয়ে বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তা কৃষক সৈয়দুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সিআইজি থেকে প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
Powered by Facebook Comments