প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, কৃষি হলো দেশের প্রধান অর্থনৈতিক শক্তি। কৃষির উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন।
তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকসহ কৃষিতে জড়িত সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। ভোক্তা পর্যন্ত নিরাপদ খাদ্য পৌঁছে দিতে হবে আমাদের। ড. মসিউর আজ খুলনার দৌলতপুর মেট্টোপলিটন কৃষি অফিস অডিটোরিয়ামে ‘জৈব কৃষি নিরাপদ খাদ্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, কৃষিতে আরো উৎপাদন বৃদ্ধি করতে হলে গবেষণার উপর বেশি জোর দিতে হবে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। কৃষির পাশাপাশি আমাদের শিল্পসহ অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশ দ্রুত অগ্রগতি অর্জন করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত ও সুদৃঢ় নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ফসলে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। বর্তমান সরকার কৃষকের ভাগ্যোন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রফতানি করে যাচ্ছে। মসিউর ডিপ্লোমা কৃষিবিদদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সেমিনার সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন খুলনা জেলা শাখার সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ মোকলেসুর রহমান মনা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডিকেআইবির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডিপ্লোমা কৃষিবিদ আব্দুর রাশেদ খান।
সেমিনারে খুলনা অঞ্চলের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইল জেলার এবং উপজেলার প্রায় সাড়ে তিনশ’ ডিপ্লোমা কৃষিবিদ অংশগ্রহণ করে।
Powered by Facebook Comments