বাংলাদেশে তিন ধরণের মাজরা পোকা ধানের ক্ষতি করে থাকে।
এই পোকার কীড়ার রং অনুযায়ী পোকার নামকরণ করা হয়েছে। এদের আকৃতি ও জীবন বৃত্তান্তে কিছুটা পার্থক্য থাকলেও ক্ষতির ধরণ ও দমন পদ্ধতি একই রকম। হলদু মাজরা প্রধানতঃ ফসলের বেশি ক্ষতি করে থাকে।
ক্ষতির ধরণঃ
মাজরা পোকার কীড়া মূলত ধান গাছের ক্ষতি করে থাকে।
ধানের শিষ আসার আগ পর্যন্ত মাজরা পোকা আক্রমণ করলে ধান ক্ষেতে মরা ডিগ দেখা যায়। পোকার সদ্য ফোটা কীড়াগুলো দুই থেকে চার দিন পাতার খোলের ভিতরের অংশ খাওয়ার পর কান্ডের মাঝখানের ডিগ কেটে দেয়। আক্রান্ত ডিগ ধরে টান দিলে সহজে চলে আসে। এটাকে মরা ডিগ বলে।
ধানের থোড় হওয়ার পর বা শিষ আসার সময় মাজরা পোকা আক্রমণ করলে ধান ক্ষেতে মরা শিষ দেখা যায়। এসময় মাজরা পোকার কীড়াগুলো ডিগ কেটে দিলে শিষ মারা যায়। মরা শিষ এর ধান চিটা হয় এবং শিষটা সাদা হয়ে যায়। আক্রান্ত শিষ ধরে টানলেও সহজে চলে আসে। এটাকে মরা শিষ বা সাদা শিষ বলে।
দমন ব্যবস্থাপনাঃ
উপরোক্ত উপায়ে দমন করা সম্ভব না হলে এবং জমিতে শতকরা ১০-১৫ ভাগ মরা ডিগ অথবা শতকরা ৫ ভাগ সাদা শিষ দেখা দিলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করুন।
ফেনথোয়েট ৫০ ইসি, ক্লোরোপাইরিফস ২০ ইসি, কারটাপ ৫০ এসপি, ডায়াজিনন ১০ জি, কর্বোফুরান ৫ জি, কার্বোফুরান ৩ জি, ফিপ্রোনিল ৩ জি, থায়ামোথাক্সাম+ক্লোরানট্রানিলিপ্রোল ০.৬ জি, কারটাপ+এসিটামিপ্রিড ৯৫ এসপি প্রভৃতি কীটনাশক সঠিক মাত্রায় সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে।
Powered by Facebook Comments