রোগের নামঃ
ধানের লক্ষীর গু বা False Smut
রোগের বিস্তার যেভাবে ঘটেঃ
ধানের এ রোগটি ছত্রাকজনিত রোগ।
এটি বাতাসের মাধ্যমে ছড়ায়।
আমন মওসুমে চিকন ও সরু জাতের ধানে এ রোগ বেশি হয়।
রোগের ধরণঃ
ধানের দুধ অবস্থা থেকে পাকার সময় পর্যন্ত এ রোগটি দেখা যায়। ছত্রাক ধানের বাড়ন্ত চালকে নষ্ট করে বড় গুটিকা সৃষ্টি করে। গুটিকার ভিতরের অংশ হলদে-কমলা রঙের এবং বহিরারণ সবুজ রঙের হয়। যা আস্তে আস্তে কালো হয়ে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনা
পরিমিত মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করা।
সুষম মাত্রায় পটাশ সার ব্যবহার করা।
রোগাক্রান্ত গাছ সংগ্রহ করে পুড়িয়ে ফেলা।
রোগমুক্ত এলাকা হতে বীজ সংগ্রহ করা।
আক্রমণ প্রবণ এলাকায় রোগ সংবেদনশীল জাত চাষ না করা।
ধানের ফুল বের হওয়ার সময় শেষ বিকেলে প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন : মিমগোল্ড/ টিল্ট ২ মিলি/লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে।
Powered by Facebook Comments