স্বপ্নেরা মরে গেছে
স্বপ্নগণ বর্ষিয়ান হয়ে গেছে
স্বপ্নের জীবাশ্ম ঝুলে আছে মনের দেয়ালে
একটা সময় ওরা প্রতি রাতেই হামলে পড়তো-
বন্ধ চোখের পাতায় চলতো বর্ণিল আঁকিবুকি।
একেকটা রাত হয়ে যেতো রূপকথার রঙিন পাতা
স্বপ্নের আলপথে ঘোড়ায় চড়ে আসতো কোন এক রাজার কুমার ,
গভীর রাতে গল্প করতো ব্যঙ্গমা- ব্যঙ্গমি
অদেখা ভুবনের গল্প, আবছা আলোর গল্প।
চোখের পাতায় স্বপ্নেরা এখন জাল বোনা ভুলে গেছে
ওরা আজ বড্ড আধুনিক
আঙ্গুলের কর বেয়ে নেমে আসে কবিতার খাতায়- পাতায়।
Powered by Facebook Comments