সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ ১৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে পালিত হবে।
১৮ মার্চ, রবিবার বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। আগামী সোমবার ৩০ দিন পূর্ণ হবে জমাদিউস সানি মাসের।
মঙ্গলবার থেকে রজব মাস গণনা শুরু হবে। এ হিসাবে ১৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লায়লাতুল মিরাজ পালিত হবে।
রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মিজান-উল-আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম প্রমুখ।
ইসলাম ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন ২৬ রজব রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বেহেশতি যানে (বোরাক) চড়ে উর্ধ্বাকাশে গমন করেন।
মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ মিরাজের রাতে ফরজ করা হয়। সারাবিশ্বের মুসলমানরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন। এ দিন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরান তিলাওয়াত, মিলাদ মাহফিল, দিনভর নফল রোজা রাখা ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানরা শবে মিরাজ পালন করেন।
Powered by Facebook Comments