এ. কে. আজাদ ফাহিম
বৈজ্ঞানিক নামঃ Dicladispa armigera (Olivier)
পামরি পোকা ও আক্রমণের ধরণঃ
পূর্ণবয়স্ক পামরি পোকার গায়ের রঙ কালো এবং পিঠে কাঁটা আছে। পূর্ণবয়স্ক ও তাদের কীড়াগুলো উভয়ই ধান গাছের ক্ষতি করে। পূর্ণবয়স্ক পামরি পোকা পাতার সবুজ অংশ কুরে কুরে খেয়ে পাতার ওপর লম্বালম্বি সমান্তরাল দাগের সৃষ্টি করে। বেশি ক্ষতিগ্রস্ত ক্ষেতের পাতাগুলো শুকিয়ে পুড়ে যাওয়ার মতো মনে হয়। এরা পাতার উপরের সবুজ অংশ এমনভাবে খায় যে শুধু নিচের পর্দাটা বাকী থাকে। সাধারণত বাড়ন্ত গাছ বেশি আক্রান্ত হয় এবং ধান পাকার সময় পোকা থাকে না।
স্ত্রী পামরি পোকা পাতার নিচের দিকে ডিম পাড়ে কীড়াগুলো পাতার দুই পর্দার মধ্যে সুড়ঙ্গ করে সবুজ অংশ খেয়ে ফেলে। অনেকগুলো কীড়া এভাবে খাওয়ার ফলে পাতা শুকিয়ে যায়। কীড়া এবং পুত্তলিগুলো সুড়ঙ্গের মধ্যেই থাকে।
ব্যবস্থাপনাঃ
♦ হাতজাল বা গামছা দিয়ে পোকা ধরে মেরে ফেলা।
♦ গাছে কুশি ছাড়ার শেষ সময় পর্যন্ত পাতার গোড়ার ২-৩ সেমি (প্রায় ১ ইঞ্চি) উপর থেকে ছেটে দিয়ে শতকরা ৭৫-৯২ টি পামরি পোকার কীড়া মেরে ফেলা যায় এবং পরবর্তী আক্রমণ রোধ করা যায়।
♦ শতকরা ৩৫ ভাগ পাতার ক্ষতি হলে অথবা প্রতি গোছা ধান গাছে চারটি পূর্ণবয়স্ক পোকা থাকলে ডারসবান ২০ ইসি/ পাইরিফস ২০ ইসি/ সাইরেন ২০ ইসি/ মার্শাল ২০ ইসি প্রতি হেক্টরে ১ লিটার হারে প্রয়োগ করতে হবে।
তথ্যসূত্র: ধান চাষের সমস্যা- ব্রি।
Powered by Facebook Comments