অশরীরী
**********************
জান্নাতুন নাঈম পিংকী
দারুন গতিতে আসছে একটা গাড়ি,
সাদা গাড়িটা তোমার।
ওই নির্জন পথেই দ্ব্যর্থব্যঞ্জকতায়
চলছে এক পথচারী,
গাড়ির সামনে ওই পথচারীটি আমি।
আর কেউ ছিলো না আশেপাশে,
একটা দেহ মাটিতে লুটিয়ে পড়ে
গাড়ির ধাক্কায় তখন।
মাথার পেছন থেকে রক্ত গড়াচ্ছে_
তোমার কোল রক্তে ভিজছে
পথচারীটি কিছু বলতে চাইছে খুব,
না, পূরণ হলো না;
অন্তিমদশায় তোমার আর্তনাদ_
ভাদর গেলো, আশ্বিন এলো
দরজায় ঠকঠকানি, তখন নিশুতি রাত
অশরীরি ছায়া, তুমি তাঁকে চেনো!
তারপর তোমাকে নিয়ে যাবো না
কোন সাদা গাড়িতে, কোনো নির্জনপথে
কিংবা চামচিকাদের ভীড়জমানো পরিত্যক্ত
কোনো রাজপ্রাসাদে।
আমি তোমাকে নিয়ে যাবো
লৌহিত্যের পারে সাদা ফুলের কাছে,
ঘোলা জলের কাছে_
যেখানে নৌকা বাঁধা আছে।
প্রতিরাতে নয়,
শুধু আশ্বিনী শনিবারগুলোতে
নিয়ে যাবো আরো এক তটিনীর কাছে
ওই শীর্ণাদেহীর বুকে যত সেতুবন্ধন
ওইদিকে পাশপাশি হাটবো।
যদি হয় এমন,আমাদের বিচ্ছেদের পরে
কেমন হবে? ভাবতে পারো!
যদি সত্যি সত্যি বিচ্ছেদ হয় একদিন,
আর একটা সাদা গাড়ির ধাক্কায়
আত্মবিসর্জন হয় স্বেচ্ছায়!
আশ্বিনী শনিবারের নিশিরাত গুলোতে
দরজায় ঠকঠকানি শুনতে পাবে।
********
লেখকঃ
সংঙ্গীত শিল্পী,টিভি উপস্থাপক,লেখক,আর্টিস্ট,ছাত্রী।।
-কিশোরগঞ্জ।।
Powered by Facebook Comments