প্রসূতি মায়ের জন্যে জরুরী ভিত্তিতে এ নেগেটিভ (A-) রক্তের প্রয়োজন। রোগী- লাইলি, রোগীর স্বামী – শহীদ মিয়া(সার্জেন্ট অফিসার,বাঃ সেনাবাহিনী),
কিশোরগঞ্জ সদর হাসপাতাল।
রোগী মুমূর্ষ অবস্থায় আছে। “মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে “অবস্থান থেকে সহযোগিতা করুন, মা বেঁচে গেলে হয়ত ছোট বাচ্চাটা ও বেঁচে যাবে,, আপনার এক ব্যাগ রক্ত বাঁচাবে দু’টি প্রান , প্লিজ,যোগাযোগ করুন- 01721541717 – শহীদ(স্বামী)।
-বিজ্ঞপ্তি।
Powered by Facebook Comments