সম্প্রতি সিলেটের বিশিষ্ট ব্যাংকার ফয়ছল আহমদ ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের সিলেট জোনের নতুন জোনাল হেড হিসাবে দায়িত্ব লাভ করেছেন। পূর্বে ফয়ছল আহমদ একই ব্যাংকের সিলেট শাখা এবং মৌলভীবাজার শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ অর্থনীতির এই সাবেক শিক্ষার্থী ১৯৯৭ সালে পূবালী ব্যাংকে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
ফয়ছল সিলেট জেলার জকিগন্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তাকে ফার্স্ট সিকিউরিটি ইসলামীী ব্যাংকের সিলেট এর জোনাল হেডের দায়িত্ব দেওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছে।
Powered by Facebook Comments