হামিদুর রহমান
♦ অনেক ফুলের নির্যাসে রয়েছে “প্লান্ট হরমোন” যা আমাদের স্বাস্হ্যের জন্য খুবই উপকারী ।
♦ ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ফুলের যথেষ্ট উপকারিতা রয়েছে।
♦ ফুল প্রাকৃতিকভাবে মেজাজ পরিবর্তন করে এবং মনের সতেজতা আনে।
♦ গোলাপ ফুলের সুবাস ও গোলাপ জল অন্ত্রের খিটখিটে রোগ, ত্বকের মলিনতা, পিত্তথলির রোগ, লিভারের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগ নিরাময়ে সহায়ক ভূমিকা রাখে।
♦ গাঁদাফুলসহ বেশ কিছু ফুলের নির্যাস ব্যবহারে- স্বরভঙ্গ, বিভিন্ন জাতীয় ব্যাথাসহ টনসিলের ব্যাথা থেকে রক্ষা পেতে সহায়তা করে ।
♦ ধর্মীয় কাজে আদী যুগ থেকে ফুলের তৈরি বিভিন্ন দ্রব্যসামগ্রী ব্যবহৃত হয়ে আসছে ।
♦ এক কথায় ফুলের অসংখ্য উপকারিতা রয়েছে।
এ জন্য আসুন সঠিক প্রযুক্তির মাধ্যমে ফুল চাষে উৎপাদন বৃদ্ধি করি ও বহুবিধ ব্যবহার বৃদ্ধি করি।
যেকোন উৎসবে কৃত্রিম ফুলের যে সয়লাব তার বিরুদ্ধে সোচ্চার হই।
আজ থেকেই আমরা কাগজ কিংবা প্লাস্টিকের ফুলকে বাদ দিই।
ফুলের মতো সুন্দর হোক সবার জীবন, এই কামনা।
Powered by Facebook Comments