ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-এ্যাব) এর আয়োজনে শনিবার সকালে ফেনী পৌরসভা চত্ত্বরে বন্যা পরবর্তী কৃষকদের মাঝে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি-এ্যাব এর কেন্দ্রীয় সভাপতি ও ডিকেআইবির আহ্বায়ক জিয়াউল হায়দার পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কানাডা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী।
পরশুরাম উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মতিউর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আবু তৈয়ব।
এছাড়াও বক্তব্য রাখেন ডি-এ্যাব কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমনা আক্তার স্মৃতি, নোয়াখালী জেলা ডিকেআইবি সভাপতি মোঃ হোসেন আহাম্মদ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক লুৎফল হায়দার রুবেল প্রমূখ।
এসময় ফেনী সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।