১. মনতলা
মনতলায় তোমার আগমন শুনে অবেলায়
বৃষ্টি নামলো শহরে । ভেলায় ভেসেছে
বিরহের বহুতল ইটের ভবন।
ছিন্নমুল পথ স্বপ্নরা বাম্পার ফলনের
দ্বিগুন আশার কাছে নত হয় মেঘের আড়ালে।
দুগ্ধবতী সম্ভাবনার অবহেলায় বর্ষাও বিলীন হয়
তোমার ছলনা কলে। স্বপ্ন হারাবার সিলেবাসে
যোগ হয় ব্যর্থ কোলাহল। চুক্তি ছাড়াই খৈয়াছড়ার
ঝর্ণা হয়ে নেমে আসে মনে।
সন্দেহের তীর বিদ্ধহয় রুগ্ন ব্যবস্থাপনায়।
উৎকন্ঠার অন্তরে আবিষ্কৃত হয় প্রেমের হাজারো
লঘুচাপ।
শর্ত্ সাপেক্ষে মৈত্রীর পুণর্বহাল চলে মনবলে।
সুবিধা প্রাপ্তিতে তুমি চুক্তি ভিত্তিক শরিকে
যোগ দাও হট লাইন ডায়ালে। আমি আড়িয়াল বিলে
বর্ষা মিলে জোড়া লাগাই প্রেমের আড়ালে।
২. দুঃখের বিশ্বজয়
আমার দুঃখগুলি সুক্ষ্মমাত্রায় অপার বিশ্বায়ন।
হৃদয়ানন্দ আগুনে পোড়ে,। সিডরের আনাগোনা
হানা দেয় অজানায়। গভীর মমতা মেখে জড়ো হয় বেড়াজালে।
বেদনারা সংঘাতের সাধনা শেষে আদিরসে
মনের বিরাগ বশে আত্মীয়তা গড়ে সেবাদাসে।
অপ্রেমের আধিখ্যেতা ব্যাখ্যাতীত সাফল্যের কাছে
জমা রাখে স্বার্থপরতা আর অসততা পাস্তুরিত সম্পর্কের মতো
যত্রতত্র সাময়িক সুবিধায় টানে বিরোধী আন্তরিকতা।
প্রেম হতাশায় নবায়ন করে আত্মরতি । গোপন মনের
অবরুদ্ধ কলে বলী হয় সমস্যা দূরাশা।তুমি জবাব দিহিতার
ছলেবলে পাশা খেলা শেষে জারী করো প্রেমের বিরতি।।
আল্টিমেটামে বিলুপ্ত অভিমানে তুমি ভাগ করো প্রিয়মন।আমি
নাটের গুরুর হারজিতে ব্যর্থ আয়োজনে খুঁজি হারানো আপন।
প্রতিদিন শেষ না হওয়া ইনিংসে চলে উত্তাল ঘোষনা
জীবনের আড়িপাতা প্রলোভনে আনে বেদনার টান।
সুখ দুঃখের দোলাচলে ঋণী হয় প্রেমিকের মূলধন।
তুমি অবাধ্য ফুলের রঙেঢঙে সাজো প্রকৃতির ভুল
আমি ফুল ভেবে চাষ করি রাশিরাশি হারানো নির্ভুল্।
৩. দুঃখ বিলাস
শহর প্লাজায় বাস করে দুঃখ বিলাস।
বিনোদনে বাড়তি আবেগে চলে হৃদরোগ। আমি
টকটাইমের আবেগে খুঁজি উপভোগ ।
স্বতঃসিদ্ধ শব্দ দূষনের আয়ু বাড়ে।
ব্যারেলের দামে বেড়েছে হৃদরোগ
তুমি নিরাবেগে টানো দূরত্বের গতিবেগ।
ঘোলাজলে আবেগের না জানা কৌশলে
প্রেমের ভূগোলে হারিয়েছি জাত পরিচয়।
সুনামী সিডর আইলার প্রতিকূলে
হিসাবের ইতিটেনে ভুলি অপচয়।
সুখতারা বাঁধন হারার প্রাণে ধরা দেয়।
তুমি কারাবন্দি ভালোবাসার আঘাতে
মন সংকোচনের নীতি পাঠ করো।
শহর পাড়ায় গড়ে উঠে দীর্ঘ আবাসন।
এ্যাপাটমেন্ট ফ্যাশনে তুমি শান শওকতে
আবেগ বাহিত রোগে শাক দিয়ে মাছ ঢাকো।
হৃদয় ফেয়ারে প্লটবিক্রি হয় ছড়া দামে
আমি স্বপ্নের শহর গড়ি নাগরিক জ্যামে।
বেদনার অভিবাসী মনে প্রেমের জোয়ার নামে
প্রেমিকা অন্তর বিনিয়োগ করো প্রেমে।
Powered by Facebook Comments