সাহিত্য ও মননশীলতা

বনফুল — হেলাল উদ্দীন

অযতনে ফোটা বনফুল
সুবাস ছড়াতে মশগুল।
তোমায় কেউ সেচিল না জল,
ছিড়িল তোমায়, ভাঙ্গিল ডাল।

আগুন দিল—
হইলে আঙ্গার।
কাননে যদি জন্মিতে তুমি!
থাকতে আদরে, পেতে সেবা।
হতো না এ আকার।

অনাদর আর অবহেলা জুটিল কেবল,
কোনো কালে কেউ
রাখিল না খবর!
কোন ঋতুতে ফোটো আর জড়িয়া
পড় কোন খরায়!

তবুও তুমি ফোটো
সহিয়া যাতনা!
কাননের সাথে হয় না তুলনা।

তুমি ফুটবে—
ভ্রমর ছুটবে, মধু নিবে,
সে মধু পেতে সবাই ব্যাকুল।
তুমি যে বনফুল।

রচনাকালঃ ২ মার্চ ২০১৮

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।