অযতনে ফোটা বনফুল
সুবাস ছড়াতে মশগুল।
তোমায় কেউ সেচিল না জল,
ছিড়িল তোমায়, ভাঙ্গিল ডাল।
আগুন দিল—
হইলে আঙ্গার।
কাননে যদি জন্মিতে তুমি!
থাকতে আদরে, পেতে সেবা।
হতো না এ আকার।
অনাদর আর অবহেলা জুটিল কেবল,
কোনো কালে কেউ
রাখিল না খবর!
কোন ঋতুতে ফোটো আর জড়িয়া
পড় কোন খরায়!
তবুও তুমি ফোটো
সহিয়া যাতনা!
কাননের সাথে হয় না তুলনা।
তুমি ফুটবে—
ভ্রমর ছুটবে, মধু নিবে,
সে মধু পেতে সবাই ব্যাকুল।
তুমি যে বনফুল।
রচনাকালঃ ২ মার্চ ২০১৮