শনিবার, ১১ জুন ২০২২ |
৭:১৭ অপরাহ্ণ | 163 বার
ব্রি ধান৭৯ জাতের বৈশিষ্ট্য :
- ব্রি ধান৭৯ এ রোপা আমন মওসুমের আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান।
- গাছের বৃদ্ধি পর্যায়ে আকার ও আকৃতি প্রায় ব্রি ধান৪৯ জাতের মতো তবে দানা কিছুটা লম্বা ও মোটা।
- ডিগপাতা খাড়া ও লম্বা এবং পরিপক্ক অবস্থায় পাতার রং প্রায় সবুজ থাকে।
- পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১১২ সে. মি.।
- চাল মাঝারি চিকন, লম্বা ও সাদা।
- ১০০০ টি পুষ্ট ধানের ওজন ২২.৬ গ্রাম।
- চালে অ্যামাইলোজের পরিমাণ ২৫.২%।
- চালে প্রোটিনের পরিমাণ ৭.৮%।
জীবনকাল :
- এ জাতটির জীবন কাল ১৩৫ দিন। তবে তিন সপ্তাহ পর্যন্ত বন্যায় ডুবে থাকলে ১৬০ দিন।
ফলন :
- বন্যামুক্ত পরিবেশে ফলন ৫.৫ টন/ হেক্টর এবং তিন সপ্তাহ পর্যন্ত বন্যায় ডুবে থাকলে ৪.০-৪.৫ টন/ হেক্টর।
ব্রি ধান ৭৯ জাতটির বিশেষ প্রয়োজনীয়তা :
- আকস্মিক বন্যা প্রবণ অঞ্চলের জন্য উপযোগী রোপা আমন মওসুমে ১৮-২১ দিন পর্যন্ত জলমগ্নতা সহ্য করতে পারে।
- বন্যামুক্ত পরিবেশে প্রচলিত উফশী জাত ব্রি ধান৪৯ এর চেয়ে বেশি ফলন দেয়।
- ব্রি ধান৫২ এর চেয়ে জীবনকাল ৫ দিন কম।
comments
Powered by Facebook Comments