বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ (৯৬ তম ব্যাচে সিপাহী জিডি)
বিজিবির সিপাহী (জিডি) পদের জন্য যোগ্যতাঃ
প্রার্থীদের অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে যথাক্রমে জিপিএ ৩.০০ এবং ২.৫০ ফলাফল থাকতে হবে।
আবেদনকারীর বয়স ০৩ জানুয়ারি ২০২১ এ ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে।
পুরুষ প্রার্থীর উচ্চতা ০৫ ফুট ০৬ ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীর উচ্চতা ০৫ ফুট ০২ ইঞ্চি।
পুরুষ প্রার্থীর ওজন ৪৯.৮৯ কেজি আর মহিলা প্রার্থীর ওজন ৪৭.১৭ কেজি হতে হবে।
অবিবাহিত হতে হবে।
জিডি সৈনিক জেলাভিত্তিক সীমিত কোটা থাকে। ফলে প্রার্থীদের অবশ্যই তার নিজস্ব জেলা থেকে আবেদন করতে হবে
আবেদনকারীদের অবশ্যই সাঁতার জানতে হবে
বেতন স্কেল ও সুবিধাঃ ৯,০০০-২১,৮০০/- এছাড়া সরকারি সকল সুযোগ সুবিধা।
আরো বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন।
Powered by Facebook Comments