শুক্রবার, ১০ জুন ২০২২ |
৯:৩৪ অপরাহ্ণ | 75 বার
ব্রি ধান৮০ জাতের বৈশিষ্ট্য :
- এ জাতটি ব্রি ধান৩৭ এর মতো তবে পাতা এবং দানার আকার আকৃতি একটু মোটা।
- ডিগপাতা খাড়া ও লম্বা।
- এ জাতের গাছের কান্ড শক্ত তাই হেলে পড়েনা।
- চালের আকার ও আকৃতি সরু ও লম্বা।
- পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১২০ সে. মি.।
- ১০০০ টি পুষ্ট ধানের ওজন ২৬.২ গ্রাম।
- চালে অ্যামাইলোজের পরিমাণ ২৩.৬%।
জীবনকাল :
- এ জাতটির জীবন কাল ১৩০-১৩৫ দিন।
ফলন :
- গড় ফলন ৪.৫-৫.০ টন/ হেক্টর। (বিঘা প্রতি প্রায় ১৬ মন)।
ব্রি ধান৮০ জাতটির বিশেষ প্রয়োজনীয়তা :
- এধানের চাল থাইল্যান্ডের জনপ্রিয় জেসমিন ধানের মতো এবং
- সুগন্ধি থাকায় বিদেশে রপ্তানীযোগ্য।
comments
Powered by Facebook Comments