বিশ্বকাপ ফুটবল-২০১৮ এর আসর এবার রাশিয়ায় অনুষ্ঠিত হবে।
উৎসব মুখর হয়ে ওঠবে পুরো বিশ্ব। বাংলাদেশও এই উৎসবে কম যায় না।
গাছে গাছে, টাওয়ারে, ছাদে যেখানে সেখানে প্রিয় দলের পতাকা টানিয়ে সমর্থন জানাবে সমর্থকরা।
এবারের বিশ্বকাপ ফুটবলের উত্তাপ সবচেয়ে বেশী ছড়াবে ফেসবুকে। কেউ প্রিয় খেলোয়ারের ছবিতে প্রোপাইল সাজাবে কেউবা দলের পতাকায়। লাইক, কমেন্টস, পোস্ট, শেয়ার এসবতো আরো জমিয়ে তুলবে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা।
১৪ জুন, ২০১৮ বাংলাদেশ সময় রাত ৯ টায় রাশিয়া বনাম সৌদিআরব খেলার মাধ্য দিয়ে উদ্বোধন হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার আসর বিশ্বকাপ ফুটবল-২০১৮।
Powered by Facebook Comments