সাহিত্য ও মননশীলতা

বৈষম্য – নির্মল ভৌমিক

মনে রাখবা এখানে বৈষম্য
শেকড়ে গাঁথা,
আর এই বৈষম্য যুগে যুগে
বদলায় কেবল তার রুপের ধারা।-

যতই স্লোগান ধরো
বৈষম্যের ঠাঁই নাই ঠাঁই নাই-
গোড়া খুঁজে দেখো ভাই
বৈষম্য আজও শিরায় শিরায়।-

একদল বাজেট চায়-
বাজেট পায়,
অন্যদল বাজেট হারায়-
জুটে মিথ্যের দোহাই,
কবে কে-বৈষম্যহীন চেতনে হেঁটেছে
এই বাংলার কোন রাস্তায়?-

খুঁজে দেখো সবে ঘরে আর বাইরে,
বৈষম্য প্রতিরোধে যারা একদিন
ইতিহাসে হয়েছিল সোচ্চার-
তারাও হয়তো প্রলোভনের কাছে
করেছে নতি স্বীকার,
গড়েছে বৈষম্যের পাহাড়।-

১৬/০৯/২৪ খ্রিঃ

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।