রবিবার, ১০ অক্টোবর ২০২১ |
৫:২৫ অপরাহ্ণ | 179 বার
ব্রি ধান ৮৯ জাতের বৈশিষ্ট্য:
- এজাতে আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান।
- পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০৬ সে. মি.
- এজাতের কান্ড শক্ত, পাতা হালকা সবুজ এবং ডিগ পাতা চওড়া থাকে।
- ধানের ছড়া লম্বা এবং পাকার সময় কান্ড ও পাতা সবুজ থাকে।
- ১০০০ টি পুষ্ট ধানের ওজন ২৪.৪ গ্রাম।
- চালে অ্যামাইলোজ ২৮.৫%।
জীবনকাল:
- এ জাতটির জীবন কাল ১৫৪-১৫৮ দিন।
ফলন:
- গড় ফলন ৮.০ টন/ হেক্টর। (বিঘা প্রতি প্রায় ২৭ মন) তবে অনুকূল পরিবেশে ও উপযুক্ত পরিচর্যায় ৯.৭ টন/ হেক্টর পর্যন্ত ফলন দিতে সক্ষম।
ব্রি ধান ৮৯ জাতটির বিশেষ প্রয়োজনীয়তা:
- ব্রি ধান৮৯ এর জীবনকাল ব্রি ধান২৯ এর চেয়ে ৩-৫ দিন আগাম এবং ফলন বেশি।
- ভাত ঝরঝরা এবং খেতে সুস্বাদু।
comments
Powered by Facebook Comments