শনিবার, ০১ জুন ২০১৯ |
১১:৪৭ অপরাহ্ণ | 1650 বার
বোর্দোমিক্সার ( Bordeaux mixture ) এক ধরনের মিশ্রণ যা চুন ও তুঁতে দিয়ে বাড়িতেই বানানো যায়। এটি ছত্রাকজাতীয় রোগ যেমন- গোড়া পচা, ড্যাম্পিং অফ, পাউডারী মিলডিউ,এ্যানথ্রাকনোজ ইত্যাদি দমনে বোর্দোমিক্সার ব্যবহৃত হয়ে থাকে। ছত্রাকজাতীয় রোগ দমনে বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশে এটি অনেক ব্যবহৃত হয়ে থাকে। স্বল্প খরচে এটি বাড়িতে তৈরি করা যায়। এছাড়াও এটি তুলনামূলক সহজলভ্য ও নিরাপদ।
বোর্দোমিক্সারের প্রস্তুত প্রণালীঃ
- প্রথমে ২ টি খালি মাটির পাত্র নিতে হবে।
- তারপর ১ টি মাটির পাত্রে ৫০০ মিলি ( ১/২ লিটার ) পানিতে ১০ গ্রাম কপার সালফেট পাউডার বা তুঁতে মিশাতে হবে।
- অপর আরেকটি পাত্রে ৫০০ মিলি ( ১/২ লিটার ) পানিতে ১০ গ্রাম চুন মিশ্রিত করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ মিশ্রণটি হলো ১ লিটার পানিতে ১০ গ্রাম তুঁতে ও ১০ গ্রাম চুন।
- তৃতীয় পাত্রে অথবা উপরের যেকোন একটি পাত্রের দ্রবণের সাথে অপর পাত্রের দ্রবণের সাথে মিশ্রিত করতে হবে।
- বোর্দোমিক্সার তৈরির সাথে সাথে তা গাছে প্রয়োগ করতে হবে।
- ৫ লিটার দ্রবণের সাথে ৫ গ্রাম চিনি মিশিয়ে বোর্দোমিক্সার কয়েক দিন সংরক্ষণ করে যেতে পারে।
বোর্দোমিক্সারের নিরপেক্ষ পরীক্ষাঃ বোর্দোমিক্সার তৈরির পর দ্রবণটি নিরপেক্ষ হয়েছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে। যদি অম্লীয় প্রকৃতির হয় তবে গাছে বা পাতায় স্প্রে করলে পুড়ে যেতে পারে। এজন্য কিছু পরীক্ষা আছে। যেমন-(১) ছুরি/ব্লেড/লৌহ দণ্ড তৈরিকৃত দ্রবণে ডুবালে যদি লালচে স্তর পরে তাহলে বুঝতে হবে এটি অম্লীয়। আর যদি দ্রবণটি অপরিবর্তিত থাকে তাহলে নিরপেক্ষ। (২) দ্রবণটিতে নীল লিটমাস পেপার ডুবালে যদি এটি লাল হয়ে যায় তবে বুঝতে হবে এটি অম্লীয়।
বোর্দোমিক্সার ব্যবহারের সুবিধাঃ
- বোর্দোমিক্সার কয়েকদিন অবদি গাছে লেগে থাকতে পারে।
- বোর্দোমিক্সারে কপার থাকায় তা গাছে ক্লোরোফিল সংশ্লেষণে সহায়তা করে থাকে।
- এটি ছত্রাকজাতীয় রোগের জন্য খুবই কার্যকরী।
- বোর্দোমিক্সার প্রস্তুতের উপকরণসমূহ সহজলভ্য এবং দামে সস্তা।
বোর্দোমিক্সার ব্যবহারে সাবধানতাঃ
- বোর্দোমিক্সার ব্যবহারে কোন কোন ফসলে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। ( যেমন-টমেটো ফসল)।
- এটি তৈরির ১২ ঘণ্টার বেশি রাখা যাবে না।
- এটি ফল পাকতে বিলম্ব ঘটায়।
- বোর্দোমিক্সার ধাতব পাত্রের ক্ষয় সাধন করে।
- এটি একটি বিষ বিধায় তৈরির পর হাত ভালোভাবে পরিস্কার করতে হবে।
- শিশুদের হাতের কাছ থেকে দূরে রাখতে হবে।
comments
Powered by Facebook Comments