ওর গরুটা অনেক বড়
আমার গরু ছোট —–
এই নিয়ে তো’র মনের মধ্যে
বাঁধলে খটোমটো।
সওয়াব তো তোর হবেই না রে
করলে গরু জবাই—
বৃথা গেলো কুরবানি তোর
একটু বোঝো, ও ভাই।
লোক দেখানো কুরবানি নয়;
কুরবানি হোক পশুর,
যে পশুটা মনের ভেতর
হিংসা পোষে অসুর।
কত টাকা ? কম বা বেশি
নয়তো সেটা দেখার,
আসল তোমার নিয়ত ও ভাই
ওটাই হবে লেখার।
কার খুশিতে কুরবানি দাও
তার খুশিটাই বড়,
সৎ নিয়তে সেই তাকওয়া
হোক হৃদয়ে জড়ো।
ঠিক যতটা তৌফিক তোমার
দান করেছেন প্রভু,
তার বেশি যে কষ্ট সাধন
চান না তিনি কভু।
তাই তো বলি, ‘বড় – ছোট
ওসব ভাবার দিক না,
মনের পশুর কুরবানি হোক’
সেটাই আসল, ঠিক না ?
Powered by Facebook Comments