সাহিত্য ও মননশীলতা

মানুষের কী রূপ – মো. তাজ উদ্দিন সম্রাট

দুঃসময়ের কান্ডারী যে
ধরে রাখে নাও
গাঙ পেরোলে সবাই হাজী
মাঝিরে কয়- যাও

“গাঙে আছে ঢেউয়ের তুফান
চলতো নৌকা ফাও
একটু হলেই জানটা বেরোয়
দোল দিলে যে, তাও?”

মাঝি শুনে মুচকে হাসে
সরল হৃদয়, আহা!
এক মানুষের কত যে রূপ
বুঝে না সে, তাহা।

রাগ করে না সরল মাঝি
মন ভারী হয় খুব
নদীরে কয় জানিস কী তুই
মানুষের কী রূপ?

নদী বলে, বন্ধু ওগো
দুঃখ ভুলে যাও
বুক পেতেছি সখের মাঝি
আপন তরী বাও।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

সাহিত্য ও মননশীলতা

নরম মনের মেয়ে – শাহ পারভেজ

আমার নানি ভিষণ রকম নরম মনের মেয়ে,কেউ ফেরেনি দুঃখ নিয়ে নানির কাছে যেয়ে। কেউ হয়নি হতাশ কভু নানির কটু কথায়,নানির
সাহিত্য ও মননশীলতা

তুমি আছো মিশে – শাহ পারভেজ

কে বলে তুমি নেই?তুমি আছো মিশে পুরো লাল সবুজেই। মিশে আছো ঘাসের শিশিরেবিহগের কিচিরমিচিরেভোরের সোনালী আভায়তুমি আছো মিশে পুরো বাংলায়।