একাদশ আশ্চর্যে একাকী
চাতাল শ্রমিকদের মতো ঘর্মাক্ত রোদ চুঁয়ে চুঁয়ে মুনাফাহীন সঞ্চিত ব্যক্তিগত বিশ্বাস
তুমি ভেঙে ফেল ডিপোজিট ভাঙার মতোই।
কোন কোন নারী ভাঙে প্রেমসঙসার
কোন কোন নারী ভালবাসে ঘরসঙসার
নারীর হৃদয়ে নেই জুলেখার জাল।
ঘরসঙসার এবঙ প্রেমসঙসার
কিঙবা প্রেমসঙসার এবঙ ঘরসঙসার
মূলতঃ প্রেমসঙসার খুঁজতে খুঁজতে আমি
ইবনে বতুতার মতো পরিব্রাজককে পেছনে ফেলে
হেঁটে যাই ত্রিশ হাজার আলোকবর্ষ।
গুগল থেকে শুরু করে সৌর জগতের কোন কক্ষপথেই
আমার মতো আরেক আমিকে খুঁজে পাইনি আমি
অথচ তোমার কাছে আছে-
আমার বিকল্প অন্য কোনও আমি
আমাকে ছাড়াও যার সাথে তোমার হৃদ্যতা শূন্যতাহীন
তুমি আমিহীন- চলে ঘরসংসার
আমি তুমিহীন- ভাঙে প্রেমসঙসার
সঙসারে প্রেম নয়- চাই ঘর। অষ্টম আশ্চর্য চাই চীনের প্রাচীরের মতো দৃঢ়তা। নবম আশ্চর্য অথবা চাই কবি সুমন সৈকতের মতো চিরকুমারত্ব। দশম আশ্চর্য
জেনে শুনে আবারও আমি একাদশ আশ্চর্যের কাতারে পা বাড়ালাম…
Powered by Facebook Comments