বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ |
১২:৫৭ পূর্বাহ্ণ | 541 বার
রোগের নামঃ
মিষ্টি কুমড়ার পাউডারী মিলডিউ (Leveillula taurica) রোগ।
রোগের লক্ষণঃ
- পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মত দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে ।
- আক্রান্ত বেশী হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায় ।
- আক্রান্ত লতা ধীরে ধীরে শুকিয়ে যায়, ফল ঝরে পড়ে এমনকি সম্পূর্ন গাছ মরে যায়।
- দাগ শুকিয়ে গেলে সেখানে আলপিনের মাথার মত কালো কালো বিন্দু দেখা যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- সম্ভব হলে গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ধ্বংস করুন।
- জমি পরিস্কার রাখুন এবং পানি নিস্কাশনের সু-ব্যবস্থা রাখুন।
- জমির আশে পাশে কুমড়া জাতীয় অন্য যে কোন রকমের সবজি চাষ থেকে বিরত থাকুন।
- আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।
- আগাম বীজ বপন করুন।
- সুষম সার ব্যবহার করুন।
- রোগ প্রতিরোধী উন্নত জাতের চাষ করুন।
- বিকল্প পোষক যেমন: আগাছা পরিস্কার রাখুন।
- ছত্রাক নাশকঃ
- (ম্যানকোজেব+মেটালেক্সিল) গ্রুপের ছত্রাকনাশক যেমন- আশামিল/ এমিমিক্স/পপুলার ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ১৫ দিন পর পর স্প্রে করুন। অথবা
- সালফার জাতীয় ছত্রাক নাশক যেমন- এমিসালফ/ মনোভিট/ কুমুলাস ৫০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ১৫ দিন পর পর স্প্রে করুন।
comments
Powered by Facebook Comments