বুকের মাঝে জমেই ছিল গভীর কালোমেঘ
মেঘের দেহে লুকিয়ে ছিল অালো
ও’মুখ দেখে হঠাৎ করে সে অালো চমকালো।
ঝড়ো হাওয়া কপাট দিলো খুলে
মেঘের বাড়ি গিয়েছিলাম ভুলে
মেঘ বললে, বৃষ্টিভেজাভূত!
দেহে অামার চমকালো বিদ্যুৎ
মেঘাবৃত মনের ঘরে মেঘ করে গমগম
বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে মেঘেরই সঙ্গম।
মেঘের দেহে জড়িয়ে দিলাম মেঘডুম্বুর শাড়ি
ঝড়ো হাওয়া ধমকে বলে, যাও চলে যাও বাড়ি।
Powered by Facebook Comments