ময়মনসিংহ, হালুয়াঘাট উপজেলার উপজেলা কৃষি অফিসে কর্মরত নতুন করে আরোও তিন জন উপসহকারী কৃষি অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন– রুবেল করিম, সাজ্জাতুল ইসলাম, মোঃ কামরুল হাসান খান। উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান ও অফিস সহকারী রেজাউল করিম আক্রান্ত হয়েছেন।
গত ১৬/০৬/২০২০ তারিখে কোভিট ১৯ পরিক্ষার জন্য সেম্পল দেয়া হয় এবং ২১/০৬/২০২০ তারিখে ফলাফল পজিটিভ আসে।
এবিষয়ে কোভিড-১৯ এ আক্রান্ত উপসহকারী কৃষি অফিসার সাজ্জাতুল মাহফুজ এর সাথে কথা হলে তিনি বলেন “আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।আমি কোভিট ১৯ পজিটিভ দেখে আমি লজ্জিত নই,আমি শংকিত ও নই,আমি গর্বিত। আমি গর্ব বোধ করছি এই কারনে যে একজন কৃষি যোদ্ধা হিসাবে কৃষকের জন্য কাজ করতে গিয়ে আমি পজিটিভ হয়েছি।আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা সবাই যেন আল্লাহর রহমতে কোভিট ১৯ মুক্ত হয়ে আবার কৃষকের উন্নয়নে কাজ করে যেতে পারি।”
এর আগে একই অফিসে কর্মরত উপসহকারী কৃষি অফিসার এএফএম ফয়জুর রহমান কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। একই অফিসে এনিয়ে মোট ৬জন আক্রান্ত হয়েছেন।
Powered by Facebook Comments