রাজশাহীতে ২৬ আগস্ট ২০২৪ (সোমবার) ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি) রাজশাহী জেলা শাখার আয়োজনে বন্যাদুর্গতদের সাহায্যার্থে তহবিল গঠনের লক্ষ্যে বিভাগীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মামুন-অর-রশিদ (মামুন), মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি) কেন্দ্রীয় আহ্বায়ক ও ডি- এ্যাব সভাপতি জিয়াউল হায়দার হাসেমী (পলাশ)।
সভায় মূখ্য আলোচকের বক্তব্যে জিয়াউল হায়দার পলাশ বিভিন্ন বক্তার প্রশ্নের জবাবে বলেন, এএইওগণের প্রমোশনসহ বর্তমানে ডিপ্লোমা কৃষিবিদগণের যেসকল দাবী-দাওয়া ও ন্যায্য পাওনা বাকী রয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি কাজ করছে। তিনি সারাদেশের সকল ডিপ্লোমা কৃষিবিদদের সহযোগিতা কামনা করেন।
জিয়াউল হায়দার পলাশ আরও বলেন, বন্যাকবলিত জেলাগুলোতে সকলের সামর্থ্য অনুযায়ী বানভাসি মানুষেরদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। বন্যা পরবর্তী সময়ে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদানে সকল ডিপ্লোমা কৃষিবিদদের আহ্বান করছি।