জীবনে এখন ফুটবল নেই। করোনার জন্য বহু তারকার মতো তিনিও ঘরবন্দি। সারা দিন বাড়িতে থাকতে থাকতে বিরক্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তাই বিরক্তি কাটাতে এবার তিনি খরচ করলেন ৮০ কোটি টাকা।
কে না জানে, রোনাল্ডোর গাড়ির শখ। আর সেই শখ পূরণে এবার তিনি ৮০ কোটি খরচ করলেন। লকডানের সময় বাড়িতে বসে বিরক্তি কাটাতে কিনলেন বুগাত্তির গাড়ি।
ফেরারি থেকে জাগুয়ার, বিশ্বের সমস্ত বড় বড় ব্র্যান্ডের গাড়ি শোভা পায় রোনাল্ডোর গ্যারাজে। এর আগেও তিনি বুগাত্তির দুটি গাড়ি কিনেছিলেন।
এর আগে বুগাত্তি ভেরন গ্র্যান্ড স্পোর্টস ভিতেসে ও বুগাত্তি চিরন কিনেছিলেন রোনাল্ডো। ফরাসী ব্র্যান্ড বুগাত্তির প্রতি রোনাল্ডোর ভালবাসা রয়েছে।
রোনাল্ডোর নতুন গাড়ি ঘণ্টায় ২৩৬ মাইল সর্বোচ্চ গতিতে ছুটতে পারে। কোয়াট-টার্বোচার্জড ডব্লিউ১৬ ইঞ্জিন রয়েছে এ গাড়িতে।
সূত্র: জিনিউজ
Powered by Facebook Comments