দুই দুগুনে চারের দিন
তখন অংক স্যারের দিন
স্যার বলে সব নামতা পড়
নামতা পড়ার চলতো ঝড়।
‘পড়তে পড়তে পাশ দিলাম
দেশকে কতো বাঁশ দিলাম
স্যুট-টাইয়ে সব বড় সাব
বড় সাবের কত্ত ভাব।
ভাব নিয়া হয় হরিলুট
ফাইল দিয়া করি লুট।
কারো অফিস আদালত
ভোট ছাড়া ফের কেউ সাংসদ।
কামার কুলির ভাঙা ঘর
রিকশাওয়ালা খাইটা মর
মজুর হুজুর তার কি দাম
জজ ব্যারিস্টার নেতার নাম।
সব তো ভাই আমরা আমরাই
দেশের কইলজা তাই কামড়াই।
মূর্খেরা সব করে চাষ
তাদের গলায় পরাই ফাঁস।’
দুই দুগুনে চারের দিন
এখন এসব স্যারের দিন
এই স্যারেরা শিক্ষিত
হরিলুটেই দীক্ষিত।
Powered by Facebook Comments