এ সময়ে শিমের জাব পোকার আক্রমণ দেখা যায়। লক্ষণ দেখা দেয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে ভাল ফসল ফলানো সম্ভব হবে।
ক্ষতির লক্ষণঃ জাব পোকা পূর্ণবয়স্ক ও নিম্ফ উভয়ই শিমের পাতা, কচি কাণ্ড, ফুল ও ফলের কুঁড়ি, বোঁটা এবং ফলের কচি অংশের রস চুষে খায়।
ফলে গাছ প্রথমে দূর্বল ও পরে হলুদ হয়ে যায়। গাছে ফুল ও ফল অবস্থায় অাক্রমণ হলে ফুলের কুঁড়ি ও কচি ফল ঝরে পড়ে। আক্রমণের মাত্রা বেশি হলে কচি ডগা মরে যায়।
এছাড়া জাব পোকা শিম জাতীয় ফসলের মোজাইক রোগ ছড়ায়।
সমন্বিত ব্যবস্থাপনাঃ ১. অল্প জমি বা ছাদে হলে জাব পোকা হাত দিয়ে পিষে মারা।
২. আক্রান্ত পাতা, ডগা, ফুল পোকাসহ সংগ্রহ করে ধ্বংস করা।
৩. উদ্ভিদজাত বালাইনাশক যেমন- নিমবিসিডিন প্রয়োগ করা।
৪. শুকনো ছাই ছিটিয়ে প্রাথমিক অবস্থায় এদের নিয়ন্ত্রণ করা যায়।
৫. আক্রমণের তীব্রতা বেশী হলে ইমিটাফ/টিডো ১ মিলি ১ লিটার পানিতে মিশিয়ে শুধুমাত্র আক্রান্ত স্থানে স্প্রে করা।
তথ্যসূত্রঃ লিফলেট- ডিএই।
Powered by Facebook Comments