তুমি আমার শিক্ষা জীবনের শ্রেষ্ঠ গুরু
তোমার কাছে হয়েছিলো জীবনকে শেখা শুরু
তুমি শিখিয়েছো-ভালোবাসতে, স্বপ্ন দেখতে
শিখিয়েছো দুঃখ-সুখে সমান বাঁচতে
শিখিয়েছো তুমি, স্নেহ-শাসন, প্রতিবাদ
হাজারো শিক্ষার্থীর জীবনে তুমি আর্শিবাদ
তুমি শিক্ষক, তুমি পিতা, তুমি পরম বন্ধু
তুমি আলোক বর্তিকা, তুমি জ্ঞানের সিন্ধু
তোমার মাঝে দেখেছি কোমলতা আর
কঠোরতার অপরূপ মিশ্রণ
তুমি আমার হৃদয় পটে থাকবে
চির- অম্লান, অক্ষয়, মহীয়ান
যতদিন কৃষিই দেশের মেরুদন্ড রবে
ততদিন প্রজন্মান্তর তুমি আলোকিত হবে
প্রভুর রাহে, আজীবন তুমি বিলাও জ্ঞানের সুধা
যুগ থেকে যুগ নবীন-প্রবীণ মেটাবে জ্ঞান ক্ষুধা।
রচনা কালঃ ২৯.১১.২০১১ খ্রিঃ
(এটিআই বেগমগঞ্জ নোয়াখালীর সাবেক শিক্ষক মো. আবুল কালাম আজাদ স্যারকে নিবেদিত)
Powered by Facebook Comments