ইমরান নয়ন
খামারবাড়ি কেআইবি কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত জাতীয় সবজি মেলায় আগত অতিথিদের মাঝে সবজি চারা বিতরন করল ‘সবুজ বাগান সোসাইটি’ নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন।
গতকাল ১৫ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় সংগঠন এডমিন ইহতেশামুল হক এর সভাপতিত্বে কেআইবি কমপ্লেক্স প্রাঙ্গনে এ ব্যাতিক্রমি আয়োজনে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনইষ্টিটিউট এর সদ্য অবসর প্রাপ্ত পরিচালক, কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন মোল্লা ও বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো. নুরুল ইসলাম, উপ পরিচালক, বছর ব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষিবিদ জনাব খাইরুল আলম প্রিন্স, মহাসচিব, কেআইবি।
এ সময় সংগঠনটি মেলায় অভ্যাগত ৩০০ জন দর্শনার্থীদেরকে প্রত্যেককে আমেরিকান
‘লং রেড বানানা’ প্রজাতির মরিচ বীজসহ লাল শাক, পালং শাক, সূর্যমুখী, অশ্বগন্ধ্যা ও ডাবল অপরাজীতা ফুলের বীজ উপহার দিয়ে স্বাগতম জানানো হয় অতিথিদের।
সংগঠনটির আয়োজনে মেলায় আগত অতিথিদের এমন ব্যাতিক্রম উপহারে এক অন্যরকম উৎসবের আমেজ সৃষ্টি হয় মেলা প্রাঙ্গনে। বীজ ও চারা উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন রেবেকা ইয়াসমিন, রাকিব হোসেন, সরকার পারভেজসহ বিশিষ্ট কৃষি ব্যক্তিত্বগণ ও সংগঠনটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সংগঠনটি বিগত এক বছরের অধিক কাল সময় ধরে ‘জলবায়ুর উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এবং বিষ ও রাসায়নিক মুক্ত কৃষি উৎপাদনে রাজধানীর ছাদ ও ব্যালকুনিতে বাগান সম্প্রোসারণে জৈব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ ও বিভিন্ন প্রজাতির ফল, ফুল, সবজি ও ঔষধি গাছের চারা বিতরনের মাধ্যমে সেবা প্রদান করে আসছে।
প্রধান অতিথি এমন ব্যাতিক্রম উদোগকে স্বাগত জানিয়ে বলেন যে, আগামি প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য একটি দেশ গড়ে তুলতে রাসায়নিক ও বিষের বিকল্প জৈব কৃষি ব্যাবস্থার কোন বিকল্প নেই।তিনি এ মহতি উদ্যোগের সাথে থেকে সর্বাত্বক সহয়তার আস্বাষ প্রদান করেন।
বিশেষ অতিথিগন সবুজ বাগান সোসাইটি’র এ মতৎ কার্যক্রমের প্রসংশা করেন এবং ভবিষ্যৎ সকল সহয়তার আশ্বাস প্রদান করেন।
Powered by Facebook Comments