খাটের নিচে তেল পাওয়া যায়
মাটির নিচে চাল,
রুপকথা নয় রে এটা
সোনার দেশের হাল।
সোনার দেশে এই সময়ে
সোনার মানুষের ভীড়ে,
জনসেবকের লেবাস ধরেছে
কিছু লোপাট,চোরে।
সেই চোরেরা অহর্নিশি
গরিব দুখীদের খাবার,
যে যা পারে যেমন করে
করছে মিলে সাবার।
করছে যারা এমন চুরি
এই করোনাকালে,
ধরে এনে দান্ডা লাগাও
জুতা মারো দুই গালে।
১৬/৪/২০
Powered by Facebook Comments