কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলে ২০২০-২১ অর্থবছরের আওতায় জাতীয় শুদ্ধাচার পুরুষ্কারে (৫ম গ্রেড – ১০ম গ্রেড ক্যাটাগরিতে) ভূষিত হয়েছেন উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ জাকারিয়া।
অতিরিক্ত পরিচালকের কার্যালয় সিলেট অঞ্চলের আয়োজনে এক সুন্দর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার হিসেবে উক্ত কর্মকর্তাকে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অত্র অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারীসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ জাকারিয়া বিশ্বনাথ উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি অফিসার যিনি অতিরিক্ত পরিচালকের কার্যালয় সিলেটে সংযুক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
Powered by Facebook Comments