ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) ২০১৮ এর নির্বাচনে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক(সিলেট অঞ্চল) পদে এমরান আহমদের বিজয়ে পূর্বের কর্মস্থল সিলেট সদর উপজেলায় সংবর্ধনা দেয়া হয়।
এসময় ডিকেআইবি সিলেট সদর উপজেলার সদস্যরা এমরান আহমদকে ফুল দিয়ে বরণ করে নেন।
সারাদেশের ডিপ্লোমা কৃষিবিদদের ন্যায় সহকর্মীরা এমরান আহমদের কাছে অনেক আশাবাদী। পেশাগত উন্নতি সাধনে তিনি বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে পূর্বের ন্যায় অবদান রাখতে সক্ষম হবেন বলে মনে করেন সবাই।
এমরান আহমদ দীর্ঘদিনের সহকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। বন্ধুপ্রতিম সহযোদ্ধাদের মূল্যায়নে তিনি সম্মুখে চলার প্রেরণা পেয়েছেন বলে মনে করেন।
উল্লেখ্য যে, এমরান আহমদ ডিকেআইবি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক(সিলেট অঞ্চল) পদে নির্বাচিত হওয়ার পাশাপাশি সিলেট জেলা শাখার সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। পূর্বে তিনি সিলেট অঞ্চল শাখার সদস্য সচিব ও জেলা সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বশীল ছিলেন। বর্তমানে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে উপসহঃ উদ্ভিদ সংঘ নিরোধ কর্মকর্তা পদে কর্মরত আছেন।
Powered by Facebook Comments