সুখের নামে যা পেয়েছি,
তা পারিনি চিনতে।
দুঃখ! সে তো সারিসারি,
হয়নি তা কিনতে।
কোথা হতে আসে দুঃখ!
কেমনে চিনে আমার বাড়ি?
কোন পথে আসে সে?
সে পথ কি একমূখী?
সুখের স্বপ্ন দেখার জন্য
ঘুমাই আমি রাতে।
ঘুম আসে তো স্বপ্ন নাই।
স্বপ্ন আমার চুরি গেছে।
Powered by Facebook Comments