সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক ব্লকে ১৪ মার্চ রবিবার বারি সরিষা ১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নয়ন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মশিউর রহমান।
সংশ্লিষ্ট এলাকায় আমন ধান কর্তনের পর জমিগুলো পতিত থাকায় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে চালবন গ্রামে কিছু আদর্শ কৃষককে সরিষা প্রদর্শনী দেওয়া হয় ফলে বছরে দুটি ফসলের জায়গায় তিনটি ফসল আবাদ হয় এবং সরিষার বাম্পার ফলন হয়। এতে কৃষকেরা খুবই খুশি।
মাঠ দিবসের মাধ্যমে শতাধিক কৃষকেরা উদ্ভুদ্ব হয়ে আগামি বছর রোপা আমন ধান কর্তনের পর সকল কৃষকেরা সরিষার চাষ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
উক্ত এলাকার কৃষকেরা এখন বছরে দুটি ফসলের জায়গায় তিনটি ফসলের আবাদে অনেক উৎসাহিত হয়েছেন।
Powered by Facebook Comments